সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কে অ্যান্ড কিউ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৯৬৫ বারে ৪ লাখ ৯ হাজার ১৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৩লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৫৩১ বারে ১ লাখ ২ হাজার ৯৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০৯ বারে ৩০ লাখ ২ হাজার ৩৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ৯.৬৭ শতাংশ, আইএলএফএসএলের ৯.৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৯.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৯২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.৮৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৮২ শতাংশ এবং হাক্কানি পাল্পের শেয়ার দর ৮.১৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস