মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ওপর নির্ভর করছে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আগামীতে এই ভাইরাসের অবস্থা অবনতি হলে পেছাতে পারে ভর্তি পরীক্ষার দিনক্ষণ। আর উন্নতি হলে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই চলতি মাসের মাঝামাঝিতে সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, ঢাবির ডিনস কমিটির বরাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষা নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ রবিবার (৪ জুলাই) বিকেলে তিনি গণমাধ্যমকে বলেন, এ তথ্যটি সঠিক নয়। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। পরীক্ষা যথাসময়ে হবে নাকি পেছানো হবে সেটি নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে এসময় তিনি জানান।
এদিকে, আজ ফেসবুকের বিভিন্ন গ্রুপে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টেই অনুষ্ঠিত হবে, কোনোমতেই আর পেছাবে না পরীক্ষা” তথ্যটি শেয়ার করা হচ্ছে। সেখানে সূত্র হিসেবে ঢাবি ডিন কমিটি উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, আজকে আমাদের একটা মিটিং ছিল তবে সেটি অন্য বিষয়ে। ভর্তি সংক্রান্ত আলাপ এর মধ্যে ছিল না।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বর্তমানে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। কঠোর লকডাউনের ৪র্থ দিন আজ একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে। এ অবস্থায় এই বিধিনিষেধ আরও অন্তত সাতদিন বাড়তে পারে বলে জানা গেছে।
এই অবস্থা অব্যাহত থাকলে আগামী ৩১ জুলাই থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু করা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, বর্তমানে করোনার কারণে সারাদেশের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই মুহুর্তে ভর্তি পরীক্ষা হওয়ার কোন কারণ দেখছি না। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেয়া হবে।
বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, আমারা আশা করেছিলাম যে করোনা পরিস্থিতি উন্নতি হলে ভর্তি পরীক্ষা নেবো। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়েছে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়াতে অনেক ভালো হয়েছে। আমরা যদি ভর্তি পরীক্ষাটা নিতে পারতাম শিক্ষার্থীরা অন্তত ভর্তি প্রক্রিয়ার মধ্যে থাকতে পারতো। তাই একটু সুযোগ পেলেই ভর্তি পরীক্ষাটা নিয়ে নেওয়াটাই বেটার হবে বলে আমি মনে করি।
প্রসঙ্গত, আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট, ১৩ আগস্ট ‘গ’ ইউনিট ও ১৪ আগস্ট ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।