Top

দর পতনের শীর্ষে অলটেক্স

০৭ জুলাই, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে অলটেক্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০২ বারে ৭ লাখ ৭৪ হাজার ৫০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৪ বারে ২০ হাজার ৪২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৬৬ বারে ৬৫ লাখ ৪২ হাজার ৮৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফার্স্ট ফাইন্যান্সের ৬.৪১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫.৯৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৯৪ শতাংশ, নূরানী ডাইংয়ের ৫.৬৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৫.৪৭ শতাংশ, এমারল্ড ওয়েলের ৫.০৬ শতাংশ ও মেঘনা কনডেন্সড মিল্কের ৪.৭৯ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার