নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীকে করোনা ভ্যাক্সিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ জুলাই) এক অনলাইন সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.ফারুক উদ্দিন,প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও হল প্রভোস্টবৃন্দের উপস্থিতে ভ্যাক্সিন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় গৃহিত সিদ্বান্তগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্যগুলো হলো, যেসব শিক্ষার্থীদের NID আছে এবং যাদের নেই তারা নিজ NID এর কপি সংযুক্ত করে নিজ নিজ সংযুক্ত হলের ইমেইল আইডিতে আগামী ১২ জুলাই এর মধ্যে নিজ নিজ হল ঠিকানায় ছক অনুযায়ী তথ্য প্রেরণ করতে হবে। এক্ষেত্রে যেসকল শিক্ষার্থীদের NID নেই তাদের provisional NID/Birth registration/University ID কপি সংযুক্ত করে নিজ নিজ সংযুক্ত হলের ইমেইল আইডিতে অনুযায়ী তথ্য প্রেরণ করবে।
যেসকল শিক্ষার্থীর NID নেই তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল সার্জন/স্বাস্থ্য মন্ত্রনালয়/শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষার্থীকে উক্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলা হয় উক্ত সভায়।
ইতোমধ্যে যে সকল আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে তাদের তথ্য প্রেরণের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে উক্ত সভায়। এসময়ে তথ্য পাঠানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশিত ছক অনুসরণ করতে বলা হয় শিক্ষার্থীদের।