রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ঠাকুরগাঁও জোন গত অর্থ বছরে (২০২০-২১) ২ কোটি ৪২ লাখ ৬৪ হাজার টাকা মুনাফা অর্জন করেছে।
রাকাব ঠাকুরগাঁও জোনের জোনাল ম্যানেজার মো. রুহুল আমিন জানান, করোনা ভাইরাসের এই বছরে রাকাব ঠাকুরগাঁও জেলার ২০ টি শাখা ১৩৪ কোটি ২৪ লাখ ২৮ হাজার টাকা ঋণ বিতরণ করতে সক্ষম হয়েছে। যা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ কোটি ৭৯ টাকার চেয়েও বেশি। ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ছিল ১১৭ কোটি ৪৫ লাখ টাকা। ঋণ বিতরণ অর্জিত হয়েছে ১১৪%।
জোনাল ম্যানেজার আরও জানান, ঋণ আদায়েও ব্যাংকের ঠাকুরগাঁও জোন অনেক ভালো করেছে। গত বছর এই জোনের ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ কোটি ৯৭ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ আদায় হয়েছে ১৩৬ কোটি ৪২ লাখ টাকা। শতকরা হিসাবে অর্জন ১৪৮ দশমিক ৩৩ শতাংশ। তাছাড়া গত বছর শ্রেনীকৃত ( নিম্নমান, সন্দেহজনক ও মন্দ) ঋণ আদায় হয়েছে ২১ কোটি ২৬ লাখ ০২ হাজার টাকা। শ্রেনীকৃত ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৪ কোটি টাকা।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালিয়াডাঙ্গী শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, তাঁর শাখা সংশ্লিষ্ট অর্থ বছরে জেলার মধ্যে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। শাখাটি মুনাফা করেছে ৪৮ লাখ ১৭ হাজার টাকা। শ্রেনীকৃত ঋণ কম থাকায় ও অশ্রেনীকৃত ঋণ বেশি থাকায় এই লাভ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। ঠাকুরগাঁও শাখা ব্যবস্থাপক মোছা. কহিনুর আকতার বলেন, তাঁর শাখাটি মুনাফা করেছে ২৫ লাখ ৬০ হাজার টাকা।
জোনাল ম্যানেজারি আরও জানান, তাঁর জোনের অধীনে ২০ টি শাখার মধ্যে ১৮ শাখাই লাভ করেছে। শুধু বেগুনবাড়ি শাখা ও গোগরহাট শাখা লাভ করতে পারেনি। শাখা দুটি যথাক্রমে ১২ কোটি ৭৯ লাখ ও ০৯ কোটি ৫০ লাখ টাকা লোকসান করেছে।
গত ৩০ জুন সমাপনী দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঠাকুরগাঁও জোনের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ২৩৩ কোটি ৪৮ লাখ টাকা।