সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৯৬৭ বারে ৩ লাখ ২৮ হাজার ৮০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনালী লাইফের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৪০ বারে ৯০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৮৬৫ বারে ১১ লাখ ৭৯ হাজার ৫২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আজিজ পাইপসের ৮.৭৮ শতাংশ, সোনালী পেপারের ৮.৭৪ শতাংশ, সোনালী আঁশের ৮.৭৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৩৫ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৮.০২ শতাংশ, সিলকো ফার্মার ৭.৬৬ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৭.৪৮ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস