ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের টিকার বিষয়ে শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের টিকার বিষয় শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে এবং স্বাস্থ্যের ডিজিকে চিঠি দিয়েছেন বলে মাননীয় উপাচার্য এই মাত্র আমাকে ফোনে জানিয়েছেন। মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের টিকার বিষয়ে আমরা যোগাযোগ রাখছি।
এদিকে গতকাল বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নিজ নিজ জেলা বা উপজেলায় করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন।