Top

সপ্তাহজুড়ে বেক্সিমকোর লেনদেন ৪৩৬ কোটি টাকার

১০ জুলাই, ২০২১ ১১:৫২ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে বেক্সিমকোর লেনদেন ৪৩৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৪৩৬ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের ২ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৭৭৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৫ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ১৪ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৪০১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৬ কোটি ৫১ লাখ ৫২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  এম এল ডায়িংয়ের ১১৫ কোটি ৭৯ লাখ ১৮ হাজার টাকার,  লংকা বাংলা ফাইন্যান্সের ১০৩ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ৯৯ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকার, আমান ফিডের ৯৭ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭৪ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৮০ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকার ও ডেল্টা লাইফের ৭৯ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার