Top

৪৪০ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে সোনালী লাইফ

১২ জুলাই, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
৪৪০ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে সোনালী লাইফ
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স  লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪৪০ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৮৫ হাজার ১০৭ বারে ৭০ লাখ ৭৯ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩২ বারে ৭ লাখ ৩২ হাজার ৪৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৩৯ বারে ৫৬ লাখ ৮৮ হাজার ৮৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৬৯ শতাংশ, সমতা লেদারের ৯.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৫৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৪০ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৮.৯৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার