সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৬৭ বারে ৭ লাখ ১১ হাজার ১০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ১২ লাখ ৫২ হাজার ৩৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০৭ বারে ২ লাখ ৯৮ হাজার ৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৮৯ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৬৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস