Top

দশে ধস, একুশে উত্থান

১২ জুলাই, ২০২১ ৪:২১ অপরাহ্ণ
দশে ধস, একুশে উত্থান
বীর সাহাবী :

বাংলাদেশের শেয়ারবাজারের ইতিহাসে বহুল আলোচিত ও সমালোচিত বছর হিসেবে পরিচিত ১৯৯৬ ও ২০১০ সাল। ১৯৯৬ সালে শেয়ারবাজারে কেলেঙ্কারি হয়। ২০১০ সালে হয় শেয়ার বাজার ধস। এই দুই সালে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা হয়ে পড়ে সহায়সম্বলহীন। আবার অনেকের আত্মহত্যার খবরও শোনা যায়। পথে বসেছেন বহু বিনিয়োগকারী।

২০১০ সালে শেয়ারবাজারে বিশাল ধস হয়। তখন একদিনে ৬০০ সূচক পতন হয়। পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তাদের সব হারিয়ে নেমে পড়েন রাজপথে। ওই ঘটনায় সরকার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠন করা হয় তদন্ত কমিটি। এই কমিটির করা তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকার পুঁজিবাজার সংস্কারের সুপারিশ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সংস্কার করেছিল।

পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাজার সংস্কারে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। পাশাপাশি কিছু আইনের সংস্কার করা হলেও ঘটনার সাথে দায়ীদের সাজা দেয়া সম্ভব হয়নি এখনো।

২০১০ সালের শেষের দিকে শেয়ারবাজারে সূচক পৌঁছে যায় স্মরণকালের সর্বোচ্চ। এর অল্প কিছু সময়ের মধ্যেই বাজারে নামে বড় ধরনের ধস। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পর্যবেক্ষণ অনুযায়ী, শেয়ারবাজারে ওই ধসে দেশের অর্থনীতির বড় ধরনের ক্ষতি হয় আর ক্ষতির পরিমাণ ২০১২ সালের অক্টোবর মাসে মোট জিডিপির প্রায় ২২ শতাংশ বা ২৭ বিলিয়ন ডলার। সে সময়ের মুদ্রা বিনিময় হারের হিসাবে (প্রতি ডলার ৮১ টাকা) বাংলাদেশী মুদ্রায় হিসেব করলে এর পরিমাণ দাঁড়ায় ২ লাখ কোটি টাকার থেকেও বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য ঘেটে দেখা যায়, ২০১০ সালের ডিসেম্বর মাসে সর্বকালের শীর্ষে উন্নীত হয় ডিএসইর সূচক। একই বছরের ডিসেম্বরের ৫ তারিখে ডিএসইর প্রধান সূচক ডিজিইএন ছিল ৮৯১৮ পয়েন্ট। কিন্তু মাত্র তিন মাসেরও কম সময়ে ২০১১ সালের ফেব্রুয়ারির ২৮ তারিখে তা ৫২০৩ পয়েন্টে নেমে যায়।

এর কারণ হিসেবে এডিবি মার্জিন ঋণে শিথিলতা, অতিরিক্ত নির্ভরযোগ্য ও মানসম্মত আর্থিক রিপোর্টিং না থাকাকে দায়ী করছে।

এডিবির তথ্য অনুযায়ী, ধস পরবর্তী সময়ে (২০১১-১২) ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ জিডিপির ৮.৩ শতাংশ। অন্যদিকে ইকুইটি ও বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহীত তহবিলের পরিমাণ জিডিপির মাত্র দশমিক শূন্য ৭ শতাংশ। ব্যাংকের সম্পদ দেশের মোট আর্থিক সম্পদের ৮০ শতাংশেরও বেশি থাকার ফলে প্রয়োজন থাকলেও অবকাঠামো খাতে বিনিয়োগ করার জন্য অর্থায়ন করতে পারেনি খাতটি। কারণ, এতে ব্যাংকগুলোর ঋণ ঝুঁকিতে পড়ার আশঙ্কা ছিল বেশি। বন্ড মার্কেট জিডিপির মাত্র ৫ শতাংশ যার মধ্যে সরকারের জিডিপির ৪ শতাংশ করপোরেট বন্ড মার্কেট জিডিপির ১ শতাংশ। যা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অনেক কম।

২০১০ সালে পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন একজনের সাথে কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, শেয়ার ব্যবসায় বিনিয়োগ কইরা শেষ পর্যন্ত বউয়ের হাতের বালা বেচা লাগছে। সব যখন গেল তখন আর কী করার। বউরে কইছি

পুঁজিবাজারে আরেকজন সাধারণ বিনিয়োগকারী তার লোভের কথা বলেন। লোভের সঙ্গে ক্ষোভ যোগ করে হ্যাক সিকিউরিটিজের এই বিনিয়োগকারী বলেন, খবর পাইছিলাম ঠিকই। ৫ লাখ টাকার শেয়ার কিনছি। সেই শেয়ারের সব মিলে দর হইছে ২২ লাখ টাকা। যার মাধ্যমে শেয়ার কিনছি- তারে শেয়ার বেচার কথা কইলে সে বলে, এই শেয়ারের দাম আরো বাড়বে। কিন্তু কয়েক দিন পরে এটার দাম কমে হল ১৮ লাখ টাকা। এরপরে ফের কইলাম শেয়ার সব বেঁচে দাও, সে কয়- দর বাড়বে। কিন্তু তারপর আমার সব শেষ।

বর্তমানে চাঙ্গা পুঁজিবাজার

২০১০ সালের মহাধসের পর বর্তমানে ২০২১ সালে আবারও চাঙ্গা হয়েছে শেয়ারবাজার। প্রতিনিয়ত মূল্যের সূচক বাড়ার সাথে সাথে বাড়ছে অনেক প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম। এতে করে বিনিয়োগকারীদের অর্থের পরিমাণও বাড়ছে।

এমন পরিস্থিতিতে বর্তমানে শেয়ারবাজারে ২৩ হাজারের বেশি কোটিপতি সংখ্যা দাঁড়িয়েছে৷ তার ভিতরে হাজারেরও ওপরে রয়েছে ১০ কোটি টাকার বেশি বিনিয়োগকারীর সংখ্যা। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেনিফিসিয়ারি ওনারের (বিও) হিসাবের তথ্য পর্যালোচনা করে এমন তথ্য পেয়েছে৷

বিও হিসাব রক্ষণাবেক্ষণ করা প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) হিসাব অনুযায়ী পুঁজিজাবারে বর্তমানে বিনিয়োগকারীর সংখ্যা ২৬ লাখ ৫৮ হাজার ৬৩০ জন।

এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রায় মাস দুয়েক ধরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে প্রায় আটশ পয়েন্ট। লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে ৩গুণ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫০ হাজার কোটি টাকার ওপরে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিএসইসির নতুন চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর ২০২০ সালের আগস্ট-সেপ্টেম্বরে শেয়ারবাজার বেশ চাঙ্গা হয়ে ওঠে।

তার আগে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ২০২০ সালের মার্চে বড় ধরনের ধস নামে। পরিস্থিতি সামাল দিতে না পারায় টানা ৬৬ দিন বন্ধ রাখা হয় শেয়ারবাজারের লেনদেন। এর মধ্যেই বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেন শিবলী রুবাইয়াত-উল ইসলাম। তাঁর সঙ্গে কমিশনার হিসেব যোগ দেন আরও তিনজন। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর শেয়ারবাজারে লেনদেন চালু করার উদ্যোগ নেন তারা। ফলে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর গত বছরের ৩১ মে থেকে শেয়ারবাজারে আবার লেনদেন চালু হয়।

নতুন নেতৃত্বের অধীনে শেয়ারবাজারে লেনদেন চালু হলেও অব্যাহত থাকে লেনদেন খরা। তবে এবছরের জুলাইয়ে এসে অনিয়মকারীদের বিরুদ্ধে কড়া বার্তা প্রদান করেন নতুন কমিশন। অনিয়মে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়। সতর্ক করা হয় সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি)। একই সাথে বিভিন্ন ব্রোকারেজ হাউসকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। পরবর্তী সময়ে আইসিবিকে পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়। বাতিল করা হয় এক ডজন দুর্বল কোম্পানির আইপিও। নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের একের পর এক পদক্ষেপের ফলে ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। ৫০ কোটি টাকার নিচে নেমে যাওয়া লেনদেন হাজার কোটি টাকার ওপরে হওয়া অনেকটাই নিয়মে পরিণত হয়।

তবে বর্তমানে এ বছরের ফেব্রুয়ারিতে এসে কিছুটা ছন্দপতন ঘটে বাজারে। আবারও শেয়ারবাজারে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকলে মার্চের শেষ ও এপ্রিলের প্রথম সপ্তাহ এক প্রকার ধস নামে। অবশ্য কয়েকদিন পরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ‘লকডাউন’ দিলেও শেয়ারবাজার বেশ তেজী হয়ে ওঠে। আতঙ্ক কাটিয়ে লকডাউনের মধ্যে হু হু করে বাড়ে লেনদেন, সূচক ও বাজার মূলধন। এতে বিনিয়োগকারীদের মুখেও হাসি ফুটেছে। গত ৫ এপ্রিল লকডাউন শুরু হওয়ার আগে ৪ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল সূচক ছিল পাঁচ হাজার ৮৮ পয়েন্টে। ২৫ মে লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৮৪ পয়েন্ট। অর্থাৎ এই সময়ের মধ্যে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ৭৯৬ পয়েন্ট। বাজার মূলধন বেড়েছে ৫৫ হাজার ২৩৫ কোটি টাকা। ৪ এপ্রিল ডিএসইর বাজার মূলধন ছিল চার লাখ ৪৩ হাজার ৩৪৫ কোটি টাকা, যা বেড়ে ২৫ মে দাঁড়িয়েছে চার লাখ ৯৮ হাজার ৫৮০ কোটি টাকা।

সূচক ও বাজার মূলধনের সঙ্গে গতি বেড়েছে লেনদেনে। শেষ ১৭ কার্যদিবসের (২৯ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত) মধ্যে প্রতিটি কার্যদিবসে ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এতে ২০ মে পর্যন্ত ২০২১ সালে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৫৪ কোটি টাকা। চলতি বছরে এখন পর্যন্ত শেয়ারবাজারে ৯৮ দিন লেনদেন হয়েছে। এই ৯৮ দিনে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৫৩ কোটি ৪৯ লাখ টাকা।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৬০২ কোটি ৬৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ৪০৬ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন বেড়েছে ১৯২ কোটি ৫১ লাখ টাকা বা ১৩ দশমিক ৯৭ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ছয় হাজার ৪১০ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় পাঁচ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৭৮৬ কোটি চার লাখ টাকা।

শেয়ার