Top

রপ্তানি বাণিজ্যে সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার

১৩ জুলাই, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
রপ্তানি বাণিজ্যে সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
নিজস্ব প্রতিবেদক :

রপ্তানি বাণিজ্য পরিচালনার বিষয়ে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নেয়ার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা পরিপালনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার ( ১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংককের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

রপ্তানি বাণিজ্যে ঝুঁকি নিরসনের বিষয়ে ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন, বিদেশস্থ শেল ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপনের ওপর নিষেধাজ্ঞা, বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক গাইডলাইন্স, প্রভৃতির বিষয় সার্কৃলারে উল্লেখ করা হয়েছে।

ঋণপত্র এবং চুক্তি উভয় মাধ্যমে রপ্তানি বাণিজ্যের বিষয়ে সার্কৃলারে নির্দেশনা রাখা হয়েছে। ঋণপত্রের মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিশ্চিত যোগাযোগ মাধ্যমে তৃতীয় ব্যাংকের মাধ্যমে ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে এপ্লিকেন্ট ব্যাংক এবং/কিংবা ইস্যূয়িং ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

একইসঙ্গে এপ্লিকেন্ট ব্যাংক কিংবা ইস্যূয়িং ব্যাংক বরাবরে সরাসরি কিংবা উক্ত ব্যাংকের সাথে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রপ্তানি ডকুুমেন্ট পাঠানোর আয়োজন থাকতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে। হস্তান্তরিত ঋণপত্র প্রাপ্তির ক্ষেত্রে ঋণপত্রের এপ্লিকেন্ট ব্যাংক/ইস্যূয়িং ব্যাংকসহ প্রথম বেনিফিশিয়ারী এবং হস্তান্তরকারী ব্যাংক সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সার্কৃুলারে নির্দেশনা রাখা হয়েছে।

চুুক্তিপত্রের মাধ্যমে রপ্তানি পরিচালনার ক্ষেত্রে আমদানিকারকের ব্যাংকের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে বলে সাকুলারে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও উক্ত ব্যাংক যাতে রপ্তানি ডকুমেন্ট ছাড়করন, মূল্য আদায়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান এবাং প্রচলিত ইউনিফরম রুলস ফর কালেকশনের বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত হওয়ার জন্য নির্দেশনা সার্কুলারে রয়েছে। একই সাথে সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, আমদানিকারকের ব্যাংকে সরাসরি কিংবা উক্ত ব্যাংকের সাথে সম্পর্ক রয়েছে এমন ব্যাংকের মাধ্যমে রপ্তানি ডকুুমেন্ট পাঠানোর আয়োজন রাখাতে হবে।

সরকারি-বেসরকারি ব্যাংকের আন্তর্জার্তিক বাণিজ্য বিভাগের একাধিক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সার্কুলারের প্রসংশা করে বলেন যে, সার্কুলারে উল্লিখিত নির্দেশনা বাণিজ্যক লেনদেন ঝুঁকিমুক্তভাবে পরিচালনা করতে সহায়তা করবে। তাছাড়া রপ্তানিকারককে যথাযথাভাবে গাইড করার বিষয়ে আলোচ্য সার্কুলার সহায়কের ভ‚মিকা রাখবে।

কর্মকর্তারা বলেন, এ সার্কুলারের মাধ্যমে বিদ্যমান ব্যবস্থার সকল নির্দেশনা একীভুত করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে জানানো হয়েছে। রপ্তানি বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এ সকল নির্দেশনা অনুমোদিত ডিলার ব্যাংক ও রপ্তানিককারকের জন্য ঝুঁকি নিরসনে হাতিয়ার হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার