করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বেশ কিছুদিন বাসায় থাকার পর অবশেষে সুস্থ হয়ে ফিরলেন কর্মস্থলে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুখপাত্র সেকশনে অফিশিয়ালি কার্যক্রম শুরু করেন। এ বিষয়টি বাণিজ্য প্রতিদিনকে নিশ্চিত করেছেন মুখপাত্র নিজেই।
সিরাজুল ইসলাম বলেন, চলতি মাসের ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে বাসায় ছিলাম। চিকিৎসকদের পরামর্শক্রমে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি। তবে আমার ধারণা হচ্ছে করোনা আক্রান্ত হয়েছি ৪ জুলাইয়ের আগেই।
তিনি আরো বলেন, আমার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ। নতুন করে আজ আমাকে দায়িত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট বিভাগ-২ থেকে একটি সার্কুলার ইস্যু হবে।
এর আগে চলতি মাসের ৭ই জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ। তিনি ১৪ জুলাই পর্যন্ত এ বিভাগে দায়িত্ব পালন করেছেন।