করোনাকালে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে বাড়ি ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দুই দিনে ক্যাম্পাস পার্শ্ববর্তী ও কুষ্টিয়া ঝিনাইদহে অবস্থানরত প্রায় ৭’শ শিক্ষার্থীকে বিভাগীয় শহর পর্যন্ত পৌঁছে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তথ্য মতে, শুক্রবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাসে শিক্ষার্থীদের ঢাকা ও খুলনা বিভাগ পর্যন্ত পৌঁছে দেয় কর্তৃপক্ষ। পরে দ্বিতীয়বারের মতো রোববার (১৮ জুলাই) পাঁচটি বাসে শিক্ষার্থীদের রংপুর ও রাজশাহী বিভাগ পর্যন্ত পৌঁছে দেয়া হয়। এর আগে গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আটকে পড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার দাবি জানায় শাখা ছাত্র মৈত্রী। এ দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে তারা। দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ও কুষ্টিয়া-ঝিনাইদহে অবস্থানরত শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশনা দেন ভিসি ড. শেখ আব্দুস সালাম। পরে গুগল ফর্ম পূরণের মাধ্যমে শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ শুরু করে কর্তৃপক্ষ। গত ১২ জুলাই সংগ্রহ শেষ হয়। এতে বিভিন্ন জেলার ৭ শতাধিক শিক্ষার্থী আবেদন করে। পরে তা বিশ্লেষণ করে ৫টি রুটে বাস দেয়ার সিন্ধান্ত নেয় প্রশাসন। এসময় গাবতলী (ঢাকা), খুলনা, রাজশাহী, রংপুর ও ফরিদপুর শহর পর্যন্ত শিক্ষার্থীদের পৌঁছে দিতে বাসের অনুমোদন দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে বাড়ি ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেয়ায় প্রশাসনের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন বলেন, আটকে পড়া শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।