Top

ঢাকার দুই সিটির পশুর হাট এলাকায় ব্যাংকিং সময় রাত ৮টা পর্যন্ত

১৮ জুলাই, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
ঢাকার দুই সিটির পশুর হাট এলাকায় ব্যাংকিং সময় রাত ৮টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক :

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের কোরবানির পশুর হাটগুলোর নিকটবর্তী বিভিন্ন ব্যাংকের শাখা-উপশাখায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের নির্ধারিত সময়ের সঙ্গে আরও কিছু সময় বাড়ানো হয়েছে। রবিবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগর ইস্যুকৃত এক সার্কুলারে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

ইস্যুকৃত সার্কুলারে বলা হয়েছে, আগামীকাল সোমবার বর্ধিত সময়ে বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। এছাড়া ঈদের ছুটির প্রথম দিন তথা ২০ জুলাই সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। যার কারণে এই এলাকাগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই কোরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই নিকটবর্তী ব্যাংকের শাখা-উপশাখা ব্যবহার করে কোরবানির পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা সহজে গ্রহণ করতে পারেন তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া বলা হয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে চলমান কোরবানি পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট ব্যাংক শাখা / উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শাখা/ উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার