করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার (৫০)। সোমবার দিনগত রাত ১ টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার এ তথ্য নিশ্চিৎ করেছেন।
জানা গেছে, অধ্যাপক আকরাম হোসেন বিশ্ববিদ্যালয়ের আবাসিকে অবস্থানকালে সপরিবারে করোনায় আক্রান্ত হন। পরে গত ১৫ই জুলাই সপরিবারে ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় ভর্তি হন। সেখানে তাকে কিছুদিন আইসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৫ই জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরদিন ২৬ই জুলাই তাঁর স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থা উন্নতি হলে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসাই ফেরেন। ওই দিন রাত ১ টার দিকে অধ্যাপক আকরাম হোসেন মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মাকসুদা আক্তার মুনিয়া একই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি, প্রো-ভিসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতি, আইন অনুষদ, জিয়া পরিষদ ও ইবিসাস সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনগুলো।