৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগস্টের শুরুতে এই বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে লকডাউনের মধ্যেও কাজ করে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ।
তিনি বলেন, দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের কারণে ৪১তম বিসিএস প্রিলির ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। এর আগে আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিলাম। তবে লকডাউনের কারণে সেটি সম্ভব হয়নি। তবে এখন আবার ফল প্রকাশের কাজ শুরু করা হয়েছে।
নূর আহ্মদ আরও বলেন, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি আগামী সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হয়ে যাবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে মর্মে খবর ছড়ানো হয়। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন পিএসসি’র এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে নূর আহমদ বলেন, আগামী ২৯ জুলাই ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। এ ধরনের কোনো খবর ছড়ানো হয়ে থাকলে সেটি সঠিক নয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন। সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেয়া হবে।