Top

জীবন নিয়ে ‘শঙ্কায়’ ঢাবির শান্ত, থানায় জিডি

২৭ জুলাই, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
জীবন নিয়ে ‘শঙ্কায়’ ঢাবির শান্ত, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর হাসান শান্ত নিজের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন। মঙ্গলবার (২৭ জুলাই) নোয়াখালী সদর সুধারাম মডেল থানায় তিনি এই আবেদন করেন।

তিনি বলেন, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। সন্ত্রাসীরা আগেও আমার পরিবার এবং এলাকার সাধারণ মানুষের ওপর একাধিকবার হামলা করেছে। আমি নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

ঘটনা উল্লেখ করে শান্ত বলেন, গত ২৪ জুলাই সন্ধ্যায় এলাকার (৯নং কালাদরাপ ইউনিয়ন, সদর নোয়াখালী) সন্ত্রাসী গ্রুপের নতুন সদস্য হাসান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার চাচাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার বুকে ধাক্কা দেয়। এ সময় আমাকে কিল ঘুষি মারে এবং কাঠ দিয়ে দিয়ে আমার হাত ভেঙে দেয়। পরে আমার বাবা আসলে, তারা ৩৫-৪০ জন আমাদের ওপর হামলা করে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, রিভলভার নিয়ে আমাদের ধাওয়া দেয়। এরপর থেকেই তারা আমাদের অনবরত হুমকি আর মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, বিষয়টি জেনে ওই ছাত্রের সঙ্গে কথা বলেছি। প্রশাসনকেও তার নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি। যেকোনো প্রয়োজনে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবে।

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবহিত আছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি।

শেয়ার