পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার, এমারেল্ড ওয়েল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল ফিড, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং, ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফু-ওয়াং সিরামিক ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
মঙ্গলবার (১০ আগস্ট) এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনও বেআইনি বাণিজ্য কিনা তা তদন্ত করা হবে। অন্য কোনও অস্বাভাবিক বা প্রতারণামূলক কার্যকলাপ ঘটেছে বা হয়নি এটাও তদন্ত করবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে যে জনস্বার্থে এই ধরনের কার্যক্রম এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে একটি তদন্ত পরিচালনা করা প্রয়োজনীয়।
নয়টি কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে গঠিত চার সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমানকে।
এ ছাড়া কমিটিতে আছেন বিএসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশন সাপোর্ট বিভাগের প্রধান মইনুল হক।
কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনের দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস