Top

সরকার গণটিকার নামে গণ হয়রানি করছে

১০ আগস্ট, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
সরকার গণটিকার নামে গণ হয়রানি করছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গণটিকার নামে গণ হয়রানি করছে। সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সরকারের লুটপাট ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বললেই হতে হয় গুম-খুন অথবা যেতে হয় কারাগারে। মঙ্গলবার (১০ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন কেউ অসত্য বললে তাকে শাস্তি পেতে হবে। তাদের মতে অসত্য বলতে সরকারের গুম খুন আর লুটপাট তুলে ধরা। আওয়ামী লীগের গতির দিকে না চললে শাস্তি। কেউ তাদের দুর্নীতি লুটপাটের কথা বললে গুম-খুনের’ অথবা কারাবরণ করতে হয়।

তিনি আরও বরেন, বিএনপির স্বাস্থ্যমন্ত্রণালয় নেই। বিএনপি নিজেদের পকেটের টাকা দিয়ে করোনা সুরক্ষা সামগ্রী অক্সিজেন ও বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতায় সারাদেশে বিএনপির নেতাকর্মীরা করোনা রোগীদের সহযোগিতা করে যাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, করোনাকালীন সময়ে সরকারের অদক্ষতার কারণে আশি পার্সেন্ট লোক গরিব হয়েছে। মানুষের খাদ্য ব্যয় কমে গেছে। মানুষের মনে হাহাকার। সরকার মানুষের অভাব উত্তরণের জন্য কোন উদ্যোগ নিচ্ছে না। রপ্তানি কমে গেছে এগারো শতাংশ। রেমিট্যান্স কমেছে ২৮ শতাংশ। সবকিছু মিলিয়ে মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে।

শেয়ার