সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭৯ বারে ৮ হাজার ১৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৭৪ বারে ৮ লাখ ১২ হাজার ২৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রিং শাইনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৮৭৬ বারে ২ কোটি ৮০ লাখ ৫২ হাজার ৭৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকের ৯.১১ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯.০৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.৯৬ শতাংশ, আইপিডিসির ৮.৭৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৮.৬২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৮.৬২ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৭.৫৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস