Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং

১৪ আগস্ট, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৯ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯১ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকলের বেড়েছে ২৩ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ১৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এপোলো ইস্পাতের বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইসলামিক ফাইন্যান্সের ১৫.৮৬ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৫.৮৬ শতাংশ, আইপিডিসির ১৫.২৩ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫.১১ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ১৪.৯৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৪.৬৩ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ১৪.২৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার