সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৫২ বারে ৪৩ লাখ ৯৫ হাজার ৪৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯৩১ বারে ৩৯ লাখ ৯১ হাজার ১০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ৭৯২ বারে ৪১ লাখ ১৭ হাজার ৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ৯.৬০ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯.৫৮ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৮.৯৯ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮.৩৩ শতাংশ, মুন্নু এগ্রোর ৫.২৬ শতাংশ, মিরাকলের ৫.২৬ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস