Top

ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড ও  ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

১৯ আগস্ট, ২০২১ ১:১০ অপরাহ্ণ
ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড ও  ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক :

ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড ও  ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ডের চমক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।  ফান্ড সূত্রে জানা গেছে।

ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড : বে-মেয়াদি ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড (সিএফজিএফ) ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরের জন্য ইউনিট প্রতি ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ (১ টাকা ২৫ পয়সা) ঘোষণা করেছে। আজ ১৬ অগাস্ট সোমবার ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় গত ৩০ জুন, ২০২১।

ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ২৪ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ১ টাকা ৪৫ পয়সা।

দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং কঠোর গবেষণার দ্বারা পরিচালিত, এ তহবিলটি ধারাবাহিকভাবে ঢাকা  স্টক এক্সচেঞ্জের প্রধান সূচককে ছাড়িয়া যায়।

এ  সময়ে  তহবিলের ৩৮.৩ শতাংশ এনএভি বৃদ্ধি পেয়েছে, যেখানে ডিএসইএক্স, শরিয়াহ সূচক মাত্র ৩৫.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ডিএসইএক্স ইনডেক্সকে ৩.১ শতাংশ ছাড়িয়া গিয়েছে।

ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ড:  বে-মেয়াদি ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ড (সিএফএসইউএফ) ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরের জন্য ইউনিট প্রতি ২২.৫ শতাংশ নগদ লভ্যাংশ (২ টাকা ২৫ পয়সা)  ঘোষণা করেছে। আজ ১৬ অগাস্ট সোমবার ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় গত ৩০ জুন, ২০২১ ।

ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩  টাকা ৭৭ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ৩ টাকা ৪ পয়সা।

দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং কঠোর গবেষণার দ্বারা পরিচালিত, এ তহবিলটি ধারাবাহিকভাবে ঢাকা  স্টক এক্সচেঞ্জের শরিয়াহ সূচককে ছাড়িয়া যায়।

এ  সময়ে  তহবিলের ৩৮.৯ শতাংশ এনএভি বৃদ্ধি পেয়েছে, যেখানে ডিএসইএস, শরিয়াহ সূচক মাত্র ২৯.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শরিয়াহ ইনডেক্সকে ৯.১ শতাংশ ছাড়িয়া গিয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার