সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২২৪ বারে ৩ লাখ ৪৯ হাজার ৪৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৪ বারে ১৯ লাখ ৮২ হাজার ৬৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭০৩ বারে ৩ লাখ ৭৬ হাজার ৬১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইমটেক্সের ৩.৬৯ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩.৫৯ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৩.৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৩.৩৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৩৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৩০ শতাংশ এবং কপারটেকের শেয়ার দর ৩.২৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস