Top

সুকুককে বিনিয়োগে আকৃষ্ট করতে বিআইসিএম’র সেমিনার

২৪ আগস্ট, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
সুকুককে বিনিয়োগে আকৃষ্ট করতে বিআইসিএম’র সেমিনার

বিআইসিএম’র রিসার্চ সেমিনার-৬ আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএ’র প্রভাষক, এস. এম. কালবীন ছালিমা। প্রবন্ধটির শিরোনাম “Sukuk: A New Investment Avenue for Institutional Investors in Bangladesh”

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় বিআইসিএমের মাল্টিপারপাস হলে ‘বিআইসিএম রিসার্চ সেমিনার-০৬’অনুষ্ঠিত হয়।

সেমিনারে ২৬টি প্রাতিষ্ঠানিক বিনিকয়োগকারীর থেকে সংগৃহীত জরিপের তথ্যের ভিত্তিতে সুকুকের বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে। সুকুকে বিনিয়োগে আকৃষ্ট করার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে শরিয়াহ-সম্মত পদ্ধতিতে প্রকল্পের অর্থ ব্যবহার নিশ্চিতকরণ, প্রত্যাশিত লভ্যাংশ যথাসময়ে প্রদান, সেকেন্ডারি মার্কেটে মালিকানা বদলের সুযোগ, শরিয়াহ সুপারভাইজারি বোর্ডে (এসএসবি) শরিয়াহ উপদেষ্টাদের ভোটাধিকার নিশ্চিতকরণ, কর ছাড়ের সুবিধা ইত্যাদি। তবে এখানে অংশগ্রহণকারীরা স্বপ্লমেয়াদী বিনিয়োগের বিকল্পগুলির প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা মনে করেন সর্বোচ্চ ৫ বছর মেয়াদি সুকুক বেশি সুবিধাজনক। বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে টেকসই অর্থায়ন সংক্রান্ত কাজের অংশ হিসেবে সুকুক ইস্যুকেও উৎসাহিত করছে।

সেমিনারে অর্থমন্ত্রণালয়ের উপ-সচিব মো. ফিরোজ আহমেদ বলেন, উপস্থাপিত বিষয়ে কর ছাড়ের সুবিধা বিবেচনাধীন এবং সার্বভৌম সুকুকে সরকারি গ্যারান্টি আছে। এছাড়াও আলাদা সুকুক আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ব্যাপারে গুরুত্ব দেন তিনি।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মাসুমা সুলতানা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা এবং সিএসএএ, ইথিস মালয়েশিয়ার শরিয়াহ্ ও গভর্নেন্সের প্রধান মুফতি ইউসুফ সুলতান।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে প্রথম সুকুক (সার্বভৌম সুকুক) ইস্যু করা হয় এবং সম্প্রতি প্রথম কর্পোরেট সুকুক (গ্রীন সুকুক) এর সাবস্ক্রিপশন চলমান।

শেয়ার