Top

শেয়ারপ্রতি ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের

২৮ আগস্ট, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
শেয়ারপ্রতি ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স তাদের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের জন্য চূড়ান্ত ২ শতাংশ নগদ, অর্থাৎ বিনিয়োগকারীদেরকে শেয়ার প্রতি ২০ পয়সা দেয়ার প্রস্তাব করেছে কোম্পানিটর পরিচালনা পর্ষদ।

এর আগে বিনিয়োগকারীদের অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে শেয়ার প্রতি ৫০ পয়সা, অর্থাৎ ৫ শতাংশ লভ্যাংশ দেয়া হয়েছিল। অর্থাৎ সর্বমোট ৭ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২০ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা মুনাফা করেছে কোম্পানিটি। আগের বছর মুনাফা ছিল ৯৭ পয়সা। মুনাফার পাশাপাশি বেড়েছে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও। গত ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে ১৯ টাকা। ২০১৯ সালে শেয়ার প্রতি সম্পদমুল্য ছির ১৩ টাকা ২৫ পয়সা।

এই লভ্যাংশ নিতে চাইলে আগামী ৭ অক্টোবর শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ সেদিনই এর রেকর্ড ডেট। আর লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা হবে আগামী ৯ ডিসেম্বর, অর্থাৎ চলতি অর্থবছরের শেষ মাসে।

২০২০ সালের ২০ আগস্ট পুঁজিবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয় ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে। ৬৫ কোটি ৫১ লাখ ৯৭ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করে। তালিকাভুক্তি হওয়ার তিন মাসের মধ্যে গত ২ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে চমক দেখায়।

১০ টাকা অভিহিত মূল্যে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার গত এক বছরে ১৫ টাকা থেকে ৪৭ টাকা পর্যন্ত উঠানামা করেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৪০ টাকা ৩০ পয়সা। লভ্যাংশ ঘোষণার দিন কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা দর হারিয়েছে।

শেয়ার