ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার আইসিবি সিকিউরিটিজের মাধ্যমে সংঘটিত বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘণের কারণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বড় অঙ্কের জরিমানা করেছে। রোববার বিএসইসির ৭৮৯তম সভায় এই জরিমানা করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সেই সঙ্গে এসব অনিয়ম অব্যাহতকালীন সময়ে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা আরোপের নির্দেশনাও দেয়া হয়েছে।ব্রোকারেজ হাউজটির মাধ্যমে নগদ হিসাবের গ্রাহকদের মার্জিন ঋণ প্রদান, গ্রাহকদের সিকিউরিটিজ যথাযথভাবে রেকর্ড না রাখা, একই তালিকাভুক্ত ব্যাংকে একের অধিক সমন্বিত গ্রাহক হিসাব পরিচালনা, একজন গ্রাহকের নামে একের অধিক স্বতন্ত্র ও যৌথ বিও হিসাব পরিচালনার মতো অনিয়ম করে আসছে।
এই অনিয়ম সমন্বয় ও সংশোধনের জন্য আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানিকে আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে বিএসইসি। অন্যথায় ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একইসঙ্গে ওই সমন্বয়ে ব্যর্থ হলে, ব্যর্থকালীন প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস