সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১৪ দশমিক ২৮ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৯৮৯ বারে ৬১ লাখ ৮০ হাজার ১৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৬১ বারে ৮ লাখ ৯৪ হাজার ৭৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ফান্ডটি ২৪৯ বারে ৯ লাখ ৪৫ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল টি‘র ৩.৫৫ শতাংশ ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৫ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ২.৭৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৭৩ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২.৫৩ শতাংশ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২.৪৩ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস