Top

ইউরোপীয় শেয়ার সূচক টানা সাত মাস ধরে বৃদ্ধি পাচ্ছে

০১ সেপ্টেম্বর, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
ইউরোপীয় শেয়ার সূচক টানা সাত মাস ধরে বৃদ্ধি পাচ্ছে

ইউরোপীয় শেয়ার সূচক এসটিওএক্সএক্স ৬০০ টানা সাত মাস বৃদ্ধির পর সেপ্টেম্বর মাসেও ০.৯% বেড়ে বৃদ্ধির ধারা অব্যাহত রখেছে। এইদিন শেয়ার সূচক রেকর্ড উচ্চতা থেকে ১ পয়েন্ট কম ছিল। খবর রয়টার্সের।

ব্যবসা এবং ভ্রমণ এবং অবকাশ খাতের শেয়ারগুলো দর বৃদ্ধিতে শীর্ষস্থানে ছিল, কোম্পানিগুলোর শেয়ার দর ১.৫% বৃদ্ধি পেয়েছে ।

ফান্সের পার্নোড রিকার্ড এর শেয়ার দর ৩.৩% বৃদ্ধি পেয়েছে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এর সেবার চাহিদা বেড়ে যাওয়ায় বাৎসরিক মুনাফা প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

বিমান ভ্রমণ ধীরে ধীরে বেড়ে যাওয়ায় এয়ারলাইন এসএএস’র শেয়ার দর ১.৪% বৃদ্ধি পেয়েছে।

ফান্সের ডায়াগনস্টিকস বিশেষজ্ঞ বায়োমেরিউক্স এর শেয়ার দর ৪.৭% বৃদ্ধি পেয়ে এসটিওএক্সএক্স ৬০০ এর শীর্ষস্থানে উঠে এসেছে।

বিলাসবহুল সামগ্রী বিলিয়নার বার্নার্ড আর্নল্ট কোম্পানির ৫.৭% শেয়ার বিক্রি করে সুপার মার্কেট গ্রুপ ক্যারিফোর শেয়ার দর ৪.২% কমেছে।

ইউরো অঞ্চলের বেকারত্বের হার জুলাইয়ে ৭.৬% এ নেমে এসেছে, যা আগের মাসে ৭.৭% ছিল।

এদিকে, একটি জরিপে দেখা গেছে যে ইউরো অঞ্চলের উৎপাদন প্রবৃদ্ধি আগস্টে শক্তিশালী ছিল, কিন্তু মহামারীর কারণে সরবরাহ বাধাপ্রাপ্ত হওয়ায় কাঁচামালের দাম বেড়েছে।

মঙ্গলবার এক পরিসংখ্যানে দেখা যায়,ইউরো জোনের মুদ্রাস্ফীতি ১০ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে বিনিয়োগকারীরা কিছুটা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক পরবর্তী ত্রৈমাসিকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকটির জরুরি বন্ড ক্রয় কমানোর আহ্বান জানিয়েছেন।

বানিজ্যিক ব্যাংকগুলি সরকারী বন্ড উৎপাদনের ফলে উপকৃত হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বন্ড ক্রয় অব্যাহত রাখার ফলে ইউরোপে মূদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে । মূদ্রার অবমূল্যায়ন ঠেকাতে এমন উদ্দ্যোগ নেয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার