Top

গ্রিন ট্রান্সফরমেশন তহবিলের অর্থ পাবে সরকারি ব্যাংকও

০৫ সেপ্টেম্বর, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
গ্রিন ট্রান্সফরমেশন তহবিলের অর্থ পাবে সরকারি ব্যাংকও

বিদ্যমান কারখানা পরিবেশবান্ধব কারখানায় রূপান্তরে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ব্যাংক যে তহবিল গঠন করেছে, তার অর্থ এখন থেকে সরকারি ব্যাংকগুলোও পাবে। খেলাপি ঋণ বেশি থাকায় এত দিন সরকারি ব্যাংকগুলো এই তহবিল থেকে অর্থ নিতে পারত না। ফলে এসব ব্যাংকের গ্রাহকদের কম সুদের এই তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ ছিল না। বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তহবিলের নীতিমালা শিথিল করেছে।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ দিয়ে গ্রিন ট্রান্সফরমেশন তহবিল গঠন করে—২০০ কোটি ডলার ও ২০ কোটি ইউরো রয়েছে সেখানে। এ তহবিল থেকে অর্থ নিয়ে ব্যাংকগুলো রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করতে পারে। এই অর্থ দ্বারা সবুজ ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতির আমদানি করা যায়।

শেয়ার