ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে দৈনন্দিন তদারকি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে বিশেষ তহবিলের মাধ্যমে বিনিয়োগের তদারকি ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে নামিয়ে আনা হয়েছে। আবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সম্প্রতি প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকের কাছে পুঁজিবাজারে তাদের বিনিয়োগের তথ্য চাওয়া হয়েছে। বলা হয়েছে, পুঁজিবাজারে তাদের ৩১ জুলাইভিত্তিক শেয়ার ধারণের চিত্র টাকার অঙ্কে ও শতকরা হিসেবে দাখিল করতে হবে। একই সাথে মাসিক ভিত্তিতে এ হিসাব দাখিল করতে বলা হয়েছে। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে এমনই মতদ্বৈধতাকে সামনে রেখে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থাদের বৈঠক চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির মুখপাত্র রেজাউল করিম