Top

কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি হলেন আব্দুল মান্নান

১৪ সেপ্টেম্বর, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
কর্মসংস্থান ব্যাংকের নতুন এমডি হলেন আব্দুল মান্নান

কর্মসংস্থান ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মোঃ আব্দুল মান্নান। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানকে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়।

মোঃ আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে বি.কম (সম্মান), এম.কম ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ে উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক ও উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি ১ নভেম্বর ২০২০ তারিখ সোনালী ব্যাংক লি: এ উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন।

কর্মজীবনে এসে এমবিএ ডিগ্রী অর্জনসহ Diplomaed Associate Of The Institute Of Bankers, Bangladesh (DAIBB) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বহু প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার