Top
সর্বশেষ

তালিকাভুক্ত কোম্পানি নিয়ে ডিএসইর প্রশিক্ষণের আয়োজন

০৬ ডিসেম্বর, ২০২০ ১:১২ অপরাহ্ণ
তালিকাভুক্ত কোম্পানি নিয়ে ডিএসইর প্রশিক্ষণের আয়োজন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একটি প্রশিক্ষণের আয়োজন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের উন্নয়নে অনলাইন তথ্য সংগ্রহ, তথ্য জমা এবং প্রচার প্লাটফর্ম নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ‘ডিজিটাল বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত প্রশিক্ষণে তালিকাভুক্ত এবং তালিকাভুক্তিতে যেসব কোম্পানির কার্যক্রম অব্যাহত রয়েছে সেসব কোম্পানি অংশগ্রহণ করতে পারবে।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠি হবে। প্রশিক্ষণের প্রথম দিন ব্যাংক, সিমেন্ট, সিরামিক, কর্পোরেট বন্ড, প্রকৌশল, আর্থিক, খাদ্য ও আনুষঙ্গিক,বিদ্যুৎ ও জ্বালানি এবং বীমা বিষয়ে। আর দ্বিতীয় দিন তথ্যপ্রযুক্তি, পাট, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, ওষুধ ও রসায়ন, সেবা ও আবাসন, চামড়া শিল্প, টেলিযোগাযোগ, বস্ত্র এবং ভ্রমণ ও অবকাশ খাত বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

শেয়ার