Top
সর্বশেষ

শেয়ার দর বৃদ্ধির শীর্ষে মিরাকেল ইন্ডাস্ট্রিজ

০৭ ডিসেম্বর, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে মিরাকেল ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩৮ বারে ২৫ লাখ ৬৪ হাজার ৩৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২৫ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৩২ বারে ৪১ হাজার ১৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা আফতাব অটোমোবাইসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৪৫ বারে ১৪ লাখ ৪ হাজার ২৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রভাতি ইন্স্যুরেন্সের ৬ দশমিক ১৫ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৬৩ শতাংশ, ইউনিলিভার কনজুমারের ৪ দশমিক ৯৯ শতাংশ, এআইবিএল ফাস্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৮৭ শতাংশ, সামিট অ্যালায়েন্সের ৪ দশমিক ৬২ শতাংশ, ফু-ওয়াং সিরাকিমসের ৪ দশমিক ৫৪ শতাংশ ও ইয়াকিন পলিমারের ৪ দশমিক ২০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার