পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির ছয় পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ছয় পরিচালকের মধ্যে চার জন ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের। তারা হলেন- মোহাম্মদ আলী, জেবুননেসা আক্তার, হামিদা বেগম এবং লোকমান চৌধুরী।
অন্য দুজন হলেন- ইউনাইটেড এয়ারওয়েজের তাসবিরুল আহমেদ চৌধুরী এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের আজিজুল ইসলাম।
এ বিষয়ে গত ৬ ডিসেম্বর বিএসইসি পরিচালক রিপন কুমার দেবনাথ স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, এই ছয় পরিচালক পুঁজিবাজার থেকে বিভিন্ন সময়ে আইপিও, আরপিও, রাইট শেয়ারের মাধ্যমে অর্থ উত্তোলন করেছেন এবং সেকেন্ডারি মার্কেটে তারা বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন।
এর মাধ্যমে তারা কমিশনের বিভিন্ন আইন লঙ্ঘন করেছেন উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসইসি বিভিন্ন সময়ে ব্যাখা দেয়ার জন্য তাদের কমিশনে ডাকে। কিন্তু তারা কমিশনে উপস্থিত হননি অথবা ব্যাখা দিতে অসমর্থ হয়েছেন। তাছাড়া বিভিন্ন কারণে কমিশন মনে করে তারা অচিরেই দেশত্যাগ করতে পারেন।
এ পরিস্থিতিতে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ছয় পরিচালক সম্পর্কে বিএসইসি থেকে পরবর্তী তথ্য না দেয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
ইউনাইটেড এয়ার ওয়েজ লিমিটেড শেয়ার সংখা ৮২ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ৪৮০ টি। এর মধ্যে স্পন্সারদের কাছে রয়েছে ৭.০৪ শতাংশ । প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৯.৯৬ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭৩ শতাংশ। কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারের তালিকা ভুক্ত হওয়ার পর থেকে ২০১৫ সাল পযন্ত বোনাস লভ্যাংশ দিয়েছে । সর্বশেষ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। একবারও নগদ লভ্যাংশ দেয়নি। তবে রাইট মেয়ার করেছে একবার। সর্বশেষ ইপিএস এর কোন তথ্য ডিএসইর ওয়েভ সাইটে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের মূল্য ছিলো ১ টাকা ৫০ পয়সা।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার সংখা ৭৭ লাখ টি। এর মধ্যে স্পন্সারদের কাছে রয়েছে ৩১.৫৩ শতাংশ । প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯.০১ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৯.৪৬ শতাংশ। কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারের তালিকা ভুক্ত হওয়ার পর থেকে ২০১০ সালে একবার বোনাস লভ্যাংশ দিয়েছে । সর্বশেষ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। একবারও নগদ লভ্যাংশ দেয়নি। তবে সর্বশেষ কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ২৩ পয়সা। তার আগে ৭ পয়সা লোকসান ছিলো। গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের মূল্য ছিলো ২৪ টাকা ৮০ পয়সা।
আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ার সংখা ২৫ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ২৩ টি। এর মধ্যে স্পন্সারদের কাছে রয়েছে ৩১.৩৫ শতাংশ । প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭.১৮ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫১.৪৭ শতাংশ। কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারের তালিকা ভুক্ত হওয়ার পর থেকে ৯ বার বোনাস লভ্যাংশ দিয়েছে । সর্বশেষ ২০১৯ সালে ৮ শতাংশ বোনাস এবং ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে সর্বশেষ কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৬ পয়সা। তার আগে ছিলো ২৩ পয়সা। গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের মূল্য ছিলো ৬ টাকা ৬০ পয়সা।