Top

দেখা নেই সূর্যের, নগরে শীতের আভাস

০৯ ডিসেম্বর, ২০২০ ১১:২৯ পূর্বাহ্ণ
দেখা নেই সূর্যের, নগরে শীতের আভাস
নিজস্ব প্রতিবেদক :

ডিসেম্বর মাস শীত বাড়বে এটাই স্বাভাবিক। ইতমধ্যে দেশের কিছু এলাকায় রীতিমতো হাড়কাঁপানো শীত নেমে গেছে। সাধারণত দেশের অন্য সব অঞ্চলের চেয়ে ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কম থাকে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই জায়গায় অবস্থান করলেও সূর্যের দেখা না মেলা, কুয়াশা পড়া ও উত্তর/উত্তর-পশ্চিমের হাওয়া বইছে রাজধানীতে।

ঢাকায় গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত থেকে কুয়াশা পড়া শুরু করে। আজ বুধবারও (৯ ডিসেম্বর) হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে আছে রাজধানী শহর। সকাল ১০টার পরও দেখা নেই সূর্যের। রয়েছে হিমেল হাওয়া। এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে

শেয়ার