দেশের অর্থনীতির বড় একটি স্থান দখল করে রয়েছে পুঁজিবাজার। কিন্তু ২০১০ সালের ‘ধসের’ পর বাজার নিয়ে সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক ধারনাই গেছে। ফলে বাজারের প্রতি বিমুখ ছিলেন অনেক বিনিয়োগকারীই। ক্রমাগত সূচক ও লেনদেন কমতে থাকা বাজার ফের যেন ছন্দে ফিরেছে। সূচক ও লেনদেন উঠানামা করলেও কিছুটা স্বাভাবিকতা দেখতে পাচ্ছেন স্টেক হোল্ডাররা।
তারা বলছেন, এতোদিন ধরে যেসব বিনিয়োগকারী হতাশার কালো মেঘে নিমিজ্জিত ছিলেন তারাও আশার আলো দেখতে পাচ্ছেন। একই সাথে সরকার ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কিছু ইতিবাচক সিদ্ধান্তে পুঁজিবাজারে হতাশার মেঘ কেটে সুবাতাস বইতে শুরু করেছে। একই কারণে পতনের ধারা থেকে বের হয়েছে। কেটেছে লেনদেন খরাও।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল মঙ্গলবার ব্যতিত গত ৬ কার্যদিবস দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেড়েছে। চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ।একইসাথে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
দিনশেষে ডিএসই এক্স বা প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৩ পয়েন্টে। ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৭ পয়েন্টে।
আলোচ্য সময়ে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির।
ডিএসইতে ৮২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৫ কোটি ৭২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৫৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩১ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হয়েছে ২৭১টি প্রতিষ্ঠানের। এরমধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর। মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক মো. রকিবুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, পুঁজিবাজারের প্রতি সরকারের কিছু ইতিবাচক সিদ্ধান্ত, কমিশনের প্রতি বিনিয়োগকারীদের আস্থার কারণে মানুষ এখানে বিনিয়োগ করছে।
তিনি আরও বলেন, কোভিড-১৯-এর কারণে অর্থনীতিকে চাঙ্গা রাখতে বর্তমান সরকার বাজেটে যে সুযোগ দিয়েছে, তা আরও ঐতিহাসিক এবং যুগান্তকারী। সুদের হার ছয়-নয় নির্ধারণ করা, কালো টাকা সাদা করার সহজ সুবিধা যা পুঁজিবাজারের তারল্যের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছে, তাতে করে বাজারে টাকা ঢুকতে শুরু করেছে, যা পুঁজিবাজারে তারল্য সংকট দূর করতে বড় ধরনের সহায়তা করছে।