যে সব কোম্পানির পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করেননি সেসব কোম্পানির বোর্ড পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে বোর্ড পুনর্গঠন করতে হবে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হবেন, সেসব কোম্পানির বোর্ড পুনর্গঠন করা হবে এমন একটি সিদ্ধান্ত নেয় কমিশন। এ জন্য প্রথমে ২৭ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয়া হয়। কয়েকটি কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি সে সময় ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। পরে ৯টি কোম্পানিকে ফের দুই সপ্তাহ সময় দেয়া হয়। এই কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে কোটা পূরণ করবে বলে জানা গেছে।
তবে এর বাইরে রয়েছে আরও ২০ কোম্পানি। যারা ৩০ শতাংশ শেয়ার পূরণ করতে পারেনি। কোম্পানিগুলোকে এখনো অন্তত ৩-২৯ শতাংশ শেয়ার কিনতে হবে। ফলে এই ২০ কোম্পানির বোর্ডই পুনঃগঠনের নির্দশ দেওয়া হয়েছে।
কোম্পানিগুলো হলো- অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, অগ্নি সিস্টেম, আলহাজ্ব টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফ্যামিলিটেক্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফু-ওয়াং সিরামিকস, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইমাম বাটন, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং, নর্দান জুট, অলিম্পিক এক্সেসরিজ, ফার্মা এইড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, স্যালভো কেমিক্যালস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ারওয়েজ এবং কে অ্যান্ড কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
নির্ধারিত সময়ে কোটা পূরণ করতে যাওয়া কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস, ইনটেক অনলাইন, অ্যাপেক্স ফুটওয়্যার, তাল্লু স্পিনিং, ডেল্টা স্পিনার্স, ফু-ওয়াং ফুডস, ফাইন ফুডস ও সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
আইন অনুযায়ী, কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা পরিচালক এবং প্রস্তাবিত পরিচালকদের সাব রুল (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুল ৪ (প্রভিশন অব ইনসাইডার ট্রেডিং), ১৯৯৫ মতে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।
আইনের এই ধারা অনুযায়ী, গত জুলাইয়ে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ৬০ কার্যদিবসের আল্টিমেটাম দেয় বিএসইসি। এই ৬০ কার্যদিবসের গণনা শুরু হয় গত ২৯ জুলাই থেকে। আর ৬০ কার্যদিবস শেষ হয় গত ২৭ অক্টোবর। তবে এ সময় শেষ হওয়ার আগেই কয়েকটি কোম্পানি সময় বাড়ানোর আবেদন করেন। তাদের আবেদনে সাড়া দিয়ে এক মাস সময় বাড়ানো হয়, যা শেষ হবে ৩০ নভেম্বর।