Top

সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে: রিজভী

২১ অক্টোবর, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে: রিজভী

সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তারা দলে দলে বিভাজনের পর এখন সম্প্রদায়ের মাঝেও বিভেদ-বিভাজন তৈরি করেছে। দেশে তো কখনও আমরা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা দেখিনি। তারা সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এ সময় বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন রুহুল কবির রিজভী।

রিজভী অভিযোগ করেন, সাম্প্রদায়িক সব ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার কথা বেরিয়ে আসছে গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে। আগে ছাত্রনেতা দেখলে মানুষ সম্মান করতো। এখন সেটা নেই। সরকারের লোকেরা ঘটনা ঘটায় আর মামলা হয় বিএনপির নেতাদের নামে। বরকত উল্লাহ বুলু ও যুবদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, সেই সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানব কিন্তু আপনাদেরও ঘাড় মটকে দেবে’।

মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবদুর রহিমের পরিচালনায় মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।

শেয়ার