Top

শেয়ারবাজারের জন্য সোনালী ব্যাংকের ৫০০ কোটি ঋণ

১০ নভেম্বর, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ
শেয়ারবাজারের জন্য সোনালী ব্যাংকের ৫০০ কোটি ঋণ

শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। এর আগেও একাধিক দফায় আইসিবিকে ঋণ দিয়েছে সোনালী ব্যাংক।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।

আইসিবি হলো সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে শেয়ারবাজার ও অন্যান্য প্রতিষ্ঠানে সরকার বিনিয়োগ করে থাকে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শেয়ারবাজার চাঙা ও টেকসই করার জন্য রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংক তার নিজস্ব প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের মাধ্যমে শেয়ারবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিষয়ে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বলেন, দেশের উন্নয়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ দরকার আর এই বিনিয়োগের অন্যতম উৎস শেয়ারবাজার। এ বাজারের উন্নয়ন ব্যতীত দেশের দীর্ঘমেয়াদি ও বড় বড় প্রকল্প বাস্তবায়ন প্রায় অসম্ভব। তাই সোনালী ব্যাংক শেয়ারবাজারকে টেকসই করতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছে।

শেয়ার