Top

সাউথ বাংলা ব্যাংকের আমজাদ কীভাবে পালালেন, জানাতে হবে দুদককে

১৪ নভেম্বর, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
সাউথ বাংলা ব্যাংকের আমজাদ কীভাবে পালালেন, জানাতে হবে দুদককে

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বিদায়ি চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন দেশ ছেড়ে কীভাবে বিদেশে পালিয়েছেন, তা সোমবার দুপুরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামীকাল দুপুর ১২টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে হবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খানকে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

এর আগে কয়েকটি গণমাধ্যমে ‘দেশ ছাড়লেন সাউথ বাংলা ব্যাংকের আমজাদ’ শিরোনামে খবর প্রকাশিত হয়।

ওই বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে আদালত দুদকের আইনজীবীকে তিনি কীভাবে দেশ ছাড়লেন তার বিস্তারিত জানাতে নির্দেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্যোবিদায়ি চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন।
স্থলসীমান্ত দিয়ে ৩ নভেম্বর বুধবার ভারত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার সঙ্গে স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরির আমজাদও রয়েছেন।

শেয়ার