ব্র্যাক ব্যাংককে চারটি ক্যাটাগরিতে ‘২০২১ এসটিপি কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড’ দিয়েছে যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ। তহবিল স্থানান্তরের জন্য স্ট্রেইট থ্রু প্রসেসিং (এসটিপি) রেটে উৎকর্ষতা অর্জন করার স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড দেওয়া হলো।
রোববার ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, দেশে শুধু ব্র্যাক ব্যাংক এ বছর চারটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। গত চার বছর ধরে দুটি ক্যাটেগরিতে ব্র্যাক ব্যাংক পুরস্কার পেয়ে আসছে।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে জেপি মরগারের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ সাজ্জাদ আলম ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেনের কাছে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো. শাহীন ইকবাল এবং হেড অব অপারেশন্স মো মুনীরুজ্জামান মোল্যা এ সময় উপস্থিত ছিলেন।
এ স্বীকৃতি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, গত কয়েক বছর ধারাবাহিকভাবে এ পুরস্কার অর্জন ব্র্যাক ব্যাংকের পরিচালনাগত কার্যকারিতা ও পারদর্শিতার প্রমাণ দেয়। উচ্চ এসটিপি রেট (কয়েকটি ক্যাটাগরিতে ৯৮ এর বেশি) কম ঝুঁকি ও উচ্চ সিস্টেম সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট। এর ফলে প্রমাণিত হচ্ছে যে, ব্র্যাক ব্যাংকের আন্তঃব্যাংক ও গ্রাহকদের লেনদেন দ্রুতগতিতে ও নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে।