Top

ডিজিটালাইজড সেবা দিচ্ছে সোনালী ব্যাংক

১৭ নভেম্বর, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
ডিজিটালাইজড সেবা দিচ্ছে সোনালী ব্যাংক

দেশের ব্যাংকিং খাতের সেবাকে আরও যুগোপযোগী করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সব ধরনের ডিজিটাল সেবা চালু করা হয়েছে। সোনালী ব্যাংক ডিজিটালাইজড ব্যাংকিংয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে বলে জানান সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংক লিমিটেড এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান বলেন, অন্যান্য ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক গত দেড় বছরে বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং সেবা চালু করেছে, যাতে গ্রাহকরা করোনাকালীন এ দুর্যোগে ব্যাংকে উপস্থিত না হয়ে তার কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।

সোনালী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এ চুক্তির ফলে সোনালী ব্যাংকের গ্রাহকরা ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের গ্রাহকগণ লিংক স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরণের ইউটিলিটি বিল সোনালী ব্যাংকের একাউন্ট থেকে দিতে পারবেন। এছাড়া গ্রাহকরা সব ধরণের সরকারি-বেসরকারি ফি পরিশোধ করতে পারবেন।

চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার মো. আবু সাঈদ এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের পক্ষে ভারপ্রাপ্ত চীফ এক্সিকিউটিভ অফিসার দেওয়ান নাজমুল হাসান স্বাক্ষর করেন।

এ সময় সোনালী ব্যাংকের পরিচালকরা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার