ব্যাংকগুলোর অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রীর তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শিত করা হয়েছে। এই তালিকা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শিত করার কথা জানিয়ে নিদের্শনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রীর তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বছর ধরে প্রদর্শনের লক্ষ্যে ব্যাংকসমূহ উক্ত বিবরণীর সফটকপি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেটরি এন্ড পলিসি ডিপার্টমেন্টে নিয়মিত সরবরাহ করেছে। ব্যাংকসমূহ কর্তৃক অদাবীকৃত আমানত হিসেবে জমাকৃত অর্থের বিবরণীর সফটকপি ইমেইল, সিডি আকারে এবং ইউএসবি ডিভাইসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেটরি এন্ড পলিসি ডিপার্টমেন্ট বরাবর প্রেরণ করা হয়। এখন থেকে তথ্যের তদারকি নিশ্চিতকরণ, সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকি হ্রাসকরণের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শনের লক্ষ্যে ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকে জমাকৃত অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রীর বিবরণীর সফটকপি ইমেইল, সিডি অথবা ইউএসবি ডিভাইসের মাধ্যমে প্রেরণের পরিবর্তে এখন থেকে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার লিংক ইমেইলের মাধ্যমে সরাসরি ইনফরমেশন সিস্টেমস্ ডেভেলপমেন্ট এন্ড সাপোর্ট ডিপার্টমেন্টে প্রেরণের নির্দেশ প্রদান করা হল।
এতে আরও বলা হয়, অদাবীকৃত আমানত ও মূল্যবান সামগ্রীর বিবরণীর হার্ডকপি ব্যাংক কর্তৃক যথারীতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেটরি এন্ড পলিসি বিভাগে প্রেরণ করতে হবে।