Top

দুই ঘণ্টায় লেনদেন দেড় হাজার কোটি টাকার

০৫ জানুয়ারি, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
দুই ঘণ্টায় লেনদেন দেড় হাজার কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৪৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, দর কমেছে ১৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৫০২ কোটি ৯ লাখ ৭৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৭৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৫ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা।

শেয়ার