এতে কমিউনিটি পুলিশিংয়ের ১শ’ ৫৫ জন সদস্য এবং বিভিন্ন মাদ্রাসার ৮শ’ জন এতিম ছাত্রদের মাঝে এই ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
চাঁদপুরের কৃতি সন্তান সূজিত রায় নন্দী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনা সমাজের প্রতিটা মানুষের কথা ভাবেন।শুধু গরীব-অসহায় নয়, যেসকল নিম্নমধ্যবিত্ত রয়েছেন, যারা লজ্জায় কারো কাছে চাইতে পারেনা তাদের পাশে জননেত্রী শেখ হাসিনা আছেন।
তিনি বলোন, আপনারা দেখেছেন করোনাকালে যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছিল, সেখানে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা সেই সঙ্কটকাল মোকাবেলা করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে থাকে ছিল আছে এবং থাকবে।
তিনি বলেন, আজকে যারা বাংলাদেশকে শ্রীলংকার সাথে তুলনা করছে তাদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কারন শেখ হাসিনা জানে কিভাবে ক্রাইসিস মোকাবেলা করতে হয়। একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।
চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেন, চাঁদপুর গৌরগোরিমা জামে মসজিদের খতিব মাওঃ হেদায়েত উল্ল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম পায়েল, টুটুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি নাসিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাখাওয়াত সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।