Top
সর্বশেষ

বেলা শেষে তোমাকেই চাই

২৬ এপ্রিল, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
বেলা শেষে তোমাকেই চাই
মোঃ আলফাজ উদ্দিন :
বর্ষায় যে নদীতে যৌবন আসে, স্রোত বয়
গ্রীষ্মে কিন্তু সে নদী যৌবন হারায় চর জাগে তার বুকে। 
ভোরবেলা যে সূর্য উদিত হয় দীপ্ত আলো নিয়ে
দুপুরে প্রখর রোদ দেওয়ার পর সে সন্ধ্যায় অস্ত যায়
অন্ধকার নেমে আসে।
সকাল বেলার কলি দুপুরে ফুল হয়ে ফোটে
সুবাস ছড়ায় আবার সে বিকালে নুয়ে পড়ে
সন্ধ্যায় ঝরে যায়।
সুবিশাল যে আকাশ প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ায়
সে আকাশের বুকেও কিন্তু মেঘ জমে
নেমে আসে বিষন্নতা।
আমি কিন্তু সেই নদী, সূর্য, ফুল আর আকাশের মতোই আমারো যৌবন আসবে
আমিও সূর্যের ন্যায় দীপ্ত আলো নিয়ে উদিত হবো
ফুলের মতো সুবাস ছড়াবো ।
আর তুমি
তুমি সুবিশাল আকাশের দিকে চেয়ে যেমন মুগ্ধ হয়েছিল
আমার দিকেও একবার সেভাবে চেয়ে দেখিও,
আমার বিশালতা বা সৌন্দর্যে মুগ্ধ হতে না পারলেও
ভালোবাসা বলে একটি বার মৃদু হাসিও।
বেলাশেষে আমিও যৌবন হারাবো, নুড়ে পড়বো আর হারিয়ে যাবো চিরতরে
হারাতে তো হবেই, তবুও আমার শেষ বেলাটায় যে তোমাকেই পাশে চাই
কী থাকবে তো বেলাশেষে?
শেয়ার