কেশবপুরে মঙ্গলবার সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান।
স্বাগত বক্তব্য দেন বিআরডিবির ইরেসপো প্রকল্পের প্রকল্প পরিচালক রাশেদুল আলম। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংসপতি বিশ্বাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।