Top

নির্বাচন নিয়ে তালবাহানার রেকর্ড আ’লীগের নেই: হানিফ

০৩ জুন, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে তালবাহানার রেকর্ড আ’লীগের নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে তালবাহানা করার রেকর্ড কখনো আওয়ামী লীগের নেই, এটা বিএনপির রেকর্ড আছে। বিএনপি দুইবার ক্ষমতায় থেকে ৯৬ ও ২০০৬ সালে তাঁরা শান্তিপূর্ণ বা সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেননি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা নানাভাবে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করেছিল। পরে জনগণের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল বিএনপি।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কখা বলেন তিনি ।

হানিফ আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপি বা মির্জা ফখরুলরা কখনো কোন ইতিবাচক কথা বলেননি, সব সময় নেতিবাচক কথা বলে এসেছে। তাঁরা বলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তাদের এই কথার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। এরপরও মির্জা ফখরুল তার ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে, বলছে সরকার সব কিছু শেষ করে দিচ্ছে। সরকারের এই উন্নয়ন কাজের কারণে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। আর এই হতাশা থেকে মির্জা ফখরুলরনা এ ধরণের নেতিবাচক কথা বলছে।

এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার